কমিটি গঠন করে রামগড় স্থলবন্দরের বিষয়ে সিদ্ধান্ত: নৌ উপদেষ্টা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়াছড়ি | 2025-01-12 15:43:26

রামগড় স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ কতটুকু উপকৃত হবে তা নির্ণয় করতে কমিটি গঠন করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম শাখাওয়াত হোসেন।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ির রামগড়ে নিমার্ণাধীন স্থলবন্দরের কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রামগড় স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও ভারত সরকারের বিনিয়োগের পাশাপাশি বিশ্ব ব্যাংকের ঋণ রয়েছে। এসব বিষয় মাথায় রেখে কমিটি যে সুপারিশ করবে তা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেয়া হবে।

এ সময় বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Related News