সীমান্তে উদ্ভূত প‌রি‌স্থি‌তি‌ নিয়ে ভারতীয় হাইক‌মিশনারকে ডেকেছে সরকার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-12 16:22:23

সীমান্তে উদ্ভূত প‌রি‌স্থি‌তিকে কেন্দ্র করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্রস‌চিব মো. জসীম উদ্দীনের দফতরে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১২ জানুয়া‌রি) বিকেলে ভারতীয় দূতকে পররাষ্ট্রস‌চিবের দফতরে ডেকে‌ আনা হয়।

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে বিষয়টি জানানো হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের সময়ে ভারত সীমান্তের কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের ৩ হাজার ২৭১ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শেষ করেছে। বাকি ৮৮৫ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের নির্মাণের উদ্যোগ নিয়েছে।’

Related News