ফুলপুরের চার ইটভাটায় জরিমানা ৯ লাখ

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (গৌরীপুর ময়মনসিংহ) | 2025-01-15 19:56:16

ময়মনসিংহের ফুলপুরের চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) ইটভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ফারুক।

জরিমানা দেয়া ইটভাটাগুলো হলো কেআরবি ব্রিক্সসকে ২ লাখ টাকা, সূচনা ব্রিকস ২ লাখ টাকা, এএসবি বিক্সস ২ লাখ টাকা এবং নিউ লাকী ব্রিকস ৩ লাখ টাকা জরিমানা করে সর্বমোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ফারুক বলেন,  লাইসেন্সবিহীন, পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশ রক্ষার্থে এবং জনস্বাস্থ্যের জন্য হানিকর অবৈধ চারটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

Related News