লামায় অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

১৯ ঘণ্টা পর অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

১৯ ঘণ্টা পর অপহৃত ৭ শ্রমিক উদ্ধার

বান্দরবানের লামার সরই ইউনিয়ন থেকে অপহৃত ৭ শ্রমিককে ১৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সকাল থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার খবর পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা অপহৃতদের গভীর জঙ্গলে ফেলে চলে যায়।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বমু খালের দুর্গম এলাকা থেকে তাদেরকে যৌথবাহিনী উদ্ধার করে।

ক্যজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন, খামার মালিক মো. আমিন (৩৫), খামার মালিকের ছেলে মো.সাকিব (১৪), শ্রমিক আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো জাবেদ (২৬), আসাদ (১৮), মো. আবু হানিফ (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বমু খালের তীরবর্তী এলাকায় সবজি ক্ষেত-খামারে কাজ করতে পার্শ্ববর্তী জেলার লোহাগাড়া, চকরিয়া, মানিকপুরসহ কয়েকটি এলাকা থেকে আসেন শ্রমিকরা। বুধবার মধ্যরাতে সেখান থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় ৭ শ্রমিককে। অপহৃত শ্রমিকদের পরিবারকে ফোন করে জনপ্রতি ১ লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। বিষয়টি জানাজানি হলে সকাল থেকেই দুর্গম এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।

পরিদর্শক মো. আতিকুর রহমান বলেন, অপহৃতদের উদ্ধারে সকাল থেকে যৌথ বাহিনীর অভিযানের সময় সশস্ত্র সন্ত্রাসীরা অপহৃতদের বমুখালের পাশে গভীর জঙ্গলে ফেলে চলে যায়। উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ আছেন, তবে তারা খুবই ক্লান্ত। শ্রমিকদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।