মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) ১২টার মধ্যে চারদফা দাবি না মানলে আমরণ অনশনে যাবেন। এবং রাত থেকেই আগামীকাল ১২টা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করবে আন্দোলনরত শিক্ষার্থীরা।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাজু ভাস্কর্যে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
তাদের চারদফা দাবিগুলো হলো:
১। অনতি বিলম্বে অন্যান্য ডিপ্লোমা পেশাজীবীদের ন্যায় দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ!
২। অনতি বিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতা সহ এক বছরের ইন্টার্নশীপ বহাল!
৩। প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ডে বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন!
৪। অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদন্ড ও বিএমডিসি স্বীকৃত ক্লিনিক্যাল সাবজেক্টে উচ্চ শিক্ষার সুযোগ প্রদান!
সংবাদ সম্মেলনে এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের কর্মসূচি অনুযায়ী শাহবাগে অবস্থান করছিলাম। সেখান থেকে প্রেস ক্লাবের দিকে যেতে চাইলে সেখানে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে মোট ১২০ জন আহত হয়। ফ্যাসিস্ট আমলের পুলিশ বাহিনী যেভাবে জুলাই আন্দোলনে হামলা করেছিল আজকেও সেভাবে পুলিশ বাহিনী হামলা চালায়।
তিনি বলেন, মন্ত্রণালয় থেকে তারা আমাদের আশ্বাস দিয়েছে। তারা আমাদের নিয়োগের বিষয়ে তিনদিন সময় নিয়েছে আমাদের অন্য দাবিগুলোর কোন সুরাহা দেয়নি। নির্দিষ্ট টাইম বেঁধে দেয় নি। এমন আশ্বাস আগেও দিয়েছে। আমাদের চারদফা দাবি পূরণ হওয়া না পর্যন্ত আমরা ফেরত যাবো না। আগামীকাল ১২ টা পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করবো। যদি এই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দাবি না মানা হয় আমরা আমরণ অনশনে যাবো। চার দফা দাবি নিয়ে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত ঢাকা ছাড়বো না।
আরেক শিক্ষার্থী জানান, চার মাসের অধিক সময় ধরে আন্দোলন করছছি। চার মাসে এই চার দফা দাবি নিয়ে মন্ত্রণালয়ের একাধিকবার মিটিং করি। তারা তখন দশ দিন থেকে এক মাসের সময় নেয়। কিন্তু আজ পর্যন্ত তারা কোন সুরাহা করেনি।
তিনি আরও জানান, গত ২২ তারিখ শাহবাগে ম্যাটস শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি পালন করে। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয় ছয়জনের প্রতিনিধি টিমকে আলোচনার জন্য নিয়ে যায়। তারা আমাদের চারদফা দাবির সাথে একমত পোষণ করে দাবি আদায়ে সাতদিন সময় নেন। আমরা সাতদিন সময় দিয়ে থাকি। আমরা কোন প্রোগ্রাম করিনি এই সাত দিনে। কিন্তু সাত দিন অতিবাহিত হয়ে আজকে প্রায় ১৫তম দিন। কিন্তু এখনো সুরাহা করেনি।
এখন আগামীকাল ১২ টার মধ্যে দাবি না মানলে আমরা আমরণ অনশনে যাবো। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে মশাল মিছিলে হবে।