বিএসএফের হাতে আটক বাংলাদেশিকে ফেরত আনলো বিজিবি

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও | 2025-01-15 21:05:24

ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হওয়া আলীমুর রহমান (৪৫) নামে এক যুবককে ফেরত এনেছেন ৫০ ব্যাটালিয়ন বিজিবি।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ১৫২ ব্যাটালিয়ন বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ওই যুবককে বাংলাদেশ ফেরত আনা হয়। 

বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ ৫০ ব্যাটালিয়ন ঠাকুরগাঁওয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বিজিবির বেউরঝাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮০/৪ এস হতে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে ‘বড়বিল্লা’ নামক সীমানা থেকে ১৫২ ব্যাটালিয়ন বিএসএফ ওই বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে যায়। পরে আজ সন্ধ্যা ৬টায় বিজিবির নিরলস প্রচেষ্টা ও তৎপরতায় ৫০ বিজিবি ও ১৫২ ব্যাটালিয়ন বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আলীমুর রহমানকে দেশে ফেরত আনা হয়।  

Related News