নিলামে যাচ্ছে সাবেক এমপিদের শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-15 21:26:28

চট্টগ্রাম কাস্টম হাউস সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা ৩০টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলতে যাচ্ছে। আগামী ২১ জানুয়ারি দরপত্র প্রকাশের প্রস্তুতি চলছে। তবে নিয়ম অনুযায়ী নিলামের আগে শুল্ক পরিশোধ করে গাড়ি ছাড়িয়ে নিতে নোটিশ দেওয়া হলেও সাড়া মেলেনি।

কাস্টমস সূত্রে জানা গেছে, বন্দরের শেড খালি করার নির্দেশনার পর ১০৩টি গাড়ির তালিকা তৈরি করা হয়। এরপর আমদানিকারকদের নোটিশ পাঠানো হলে ৩১টি গাড়ি শুল্ক পরিশোধ করে ছাড়িয়ে নেওয়া হয়। তবে সাবেক ৩০ এমপির গাড়ি শুল্ক পরিশোধ ছাড়াই পড়ে রয়েছে।

কাস্টমস নিলাম শাখার সহকারী কমিশনার সাকিব হোসেন বলেন, ৭২টি গাড়ির দর নির্ধারণের জন্য শুল্কায়ন শাখায় পাঠানো হয়েছে। নির্ধারণ শেষ হলে ২১ জানুয়ারি দরপত্র ছাড়া হবে।

শুধু কাগজপত্রের অভাবে গাড়ি ছাড়াতে দেরি হয় এমনটা নয় জানিয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. এয়াকুব চৌধুরী বলেন, আমদানিকারকদের কাগজপত্রের ঝামেলার কারণে অনেক সময় তারা নিতে পারে না। এছাড়া মামলা সংক্রান্ত জটিলতায় দেরি হয়। মামলাগুলো করা হয় কাস্টমসের বিরুদ্ধে। এতে কাস্টমসের ম্যাজিস্ট্রেসি পাওয়ার (ক্ষমতা) আছে। আইন শাখা আছে। উনারা এ বিষয়ে আন্তরিকভাবে ফলোআপ করলে জট সৃষ্টি হয় না।

Related News