আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা, আটক ২

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-16 01:08:06

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি রাখাকে কেন্দ্র করে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ কর্মসূচিতে হামলার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম।

বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে ভেরিফায়েড অ্যাকাউন্ট দেওয়া পোস্টে এই তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ইতোমধ্যে, দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেপ্তার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে। আর, রাজপথে কারো সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।’

উল্লেখ্য, দুপুরে মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজন এই হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

Related News