রাজধানীর হাজারীবাগে চাঁদাবাজির ঘটনায় এনামুল হক হৃদয় (২৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি)রাতে মাদারীপুরের কালকিনী থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান আজ (১৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এনামুল হক হৃদয় অগ্নিসংযোগ ও গোলাগুলির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি নিজে আগ্নেয়াস্ত্র হাতে ঘটনাস্থলে থেকে নেতৃত্ব প্রদান করেছে ও ফাঁকা গুলি করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজেও তাকে অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে।
এর আগে সেবা হোল্ডিং লিমিটেডের নিরাপত্তা প্রহরী গোলাম কিবরিয়া খান (৪৯) হাজারীবাগ থানায় গত ১২ জানুয়ারি তার প্রতিষ্ঠানে অস্ত্রধারী সন্ত্রাসীদের চাঁদা দাবির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।