গাজীপুরে কারখানা খোলার দাবিতে বেক্সিমকো শ্রমিকদের সমাবেশ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2025-01-21 15:33:34

গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় ব্যাংকিং সুবিধাসহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সব কারখানা খুলে দেওয়ার দাবিতে গণ সমাবেশ শুরু করেছেন কারখানার প্রায় অর্ধ লাখ শ্রমিক।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২ টায় গাজীপুর মহানগরীর কাশিমপুরের শ্রীপুরে সানসিটির মাঠে এ গণসমাবেশ শুরু করেন কর্মহীন শ্রমিকেরা।

গণ সমাবেশে ৪২ হাজার শ্রমিক অংশগ্রহণ করেন। তারা বলেন, ব্যাংকিং সুবিধাসহ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত সব কারখানা খুলে দিতে হবে। একই সাথে বকেয়া বেতন পরিশোধ করতে হবে।

গণ সমাবেশে শ্রমিকরা বলেন, আমাদের প্রতিষ্ঠানের সব ফ্যাক্টরি পুনরায় চালু করার এবং নিজেদের কর্মসংস্থান এবং পরিবারের ভবিষ্যৎ রক্ষার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়েছি। কারখানাগুলো চালু না হওয়া পর্যন্ত আমাদের গণসমাবেশ চলমান থাকবে।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, আজ দুপুর ২টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কারখানা খোলার দাবিতে ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে গণ সমাবেশ শুরু করেছেন।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে বেক্সিমকোর শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা- সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬ টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

Related News