রাঙ্গুনিয়ায় চা শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

শীত বস্ত্র বিতরণ/ছবি: সংগৃহীত

শীত বস্ত্র বিতরণ/ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়র চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলা শাখা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি চা বাগানে পালিত হয় এই কর্মসূচি।

বিজ্ঞাপন

শীতবস্ত্র বিতরণের মাধ্যমে কর্মসূচীর প্রধান উদ্দেশ্য ছিল শীতকালীন মৌলিক চাহিদা পূরণ, শীতবস্ত্রের মাধ্যমে শীতার্তদের উষ্ণতা নিশ্চিত করা এবং সমাজে সহানুভূতি ও মানবিকতা প্রচার করা। এতে ৬০ জন চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়, যার মাধ্যমে তাদের শীতকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

প্রথমে স্বেচ্ছাসেবকরা একটি ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন, যেখানে কর্মসূচীর লক্ষ্য ও কার্যক্রমের বিস্তারিত জানানো হয়। এরপর তারা ঠান্ডাছড়ি চা-বাগানে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন এবং স্থানীয়দের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটান। কর্মসূচী শেষে একটি ছোট ফটো সেশন অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবাইকে একটি স্মরণীয় মুহূর্ত উপহার দেয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে লিডার হিসেবে দায়িত্ব পালন করেন সায়মা মুনতাজিন ও মোহাম্মদ রিফায়েত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভিবিডি চট্টগ্রাম জেলার সভাপতি ইবথিদ ইয়াছির জিনান ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন।

এই উদ্যোগটি শুধু শীতার্তদের শীতবস্ত্র সরবরাহ করেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি সমাজে মানবিকতা, সহানুভূতি এবং সমবেদনা প্রকাশের একটি শক্তিশালী বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানান আয়োজকরা।