সিলেটের কানাইঘাটে এক যুবককে হত্যা করে সুরমা নদীতে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে জেলার কানাইঘাটের সাতবাক ইউনিয়নের লুপারমুক বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিহত সালিক আহমদ (৪৮) উপজেলার পূর্ব লক্ষীপাশা ইউনিয়নের মনিপুর গ্রামের আজিজুর রহমান ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে লুপারমুক বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে ফিরছিলেন সালিক আহমদ। সুরমা নদীর পাশে আসামাত্র ওৎপেতে থাকা ৮-৯ জন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সালিককে কুপিয়ে খুন করে লাশ সুরমা নদীর পাড়ে ফেলে দেয়।
এব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, সালিক আহমদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শুনেছি পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।