মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাগুরা | 2025-01-22 17:07:24

মাগুরার শ্রীপুর উপজেলায় জাবির হাসান (৯) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার কাজলী গ্রামে এ ঘটনা ঘটে।

জাবির হাসান উপজেলার তখলপুর গ্রামের পিতা তৈমুর ইসলাম ও রুমা বেগমের ছেলে।

জাবিরের খালা সুমাইয়া জানায়, রুমা বেগম ও তৈমুর ইসলাম সন্তান জাবিরকে নিয়ে গত বৃহস্পতিবার তার নানা আব্দুর রশিদ বিশ্বাসের বাড়িতে বেড়াতে যায়। সেখানে তৈমুর ইসলাম স্ত্রী ও সন্তানকে রেখে ঢাকায় কর্মস্থলে চলে যায়। আজ সকালে পরিবারের অগোচরে জাবির পাশেই পুকুরের পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর পুকুরের পানির মধ্যে পড়ে থাকতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

Related News