অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা পরিষদের ৯৭ লাখ ৩৮ হাজার ৭১২ টাকা আত্মসাতের অভিযোগে ইমতেয়াজ নাঈম (৩২) নামে এক সার্ভেয়ারকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে থানায় সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

অভিযুক্ত ইমতেয়াজ নাঈম কুমিল্লার লাকসাম উপজেলার বাসিন্দা। ২০১৫ সালে তিনি জেলা পরিষদের সার্ভেয়ার হিসেবে চাকরিতে যোগ দেন। তার বিরুদ্ধে অভিযোগ, জেলা পরিষদের জমির খাজনা বাবদ আদায়কৃত ২৫টি রশিদ বইয়ের টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছনোয়ার আহমেদ লাভলু বলেন, ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় অভিযুক্তকে থানায় সোপর্দ করা হয়েছে। এটি দুদকের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় তদন্ত করবে দুদক।