ফতুল্লায় অস্ত্রের মুখে ডাকাতি, ৫ সদস্য গ্রেফতার
ফতুল্লা থানার ধর্মগঞ্জ গুদারাঘাটের দক্ষিণে ধলেশ্বরী নদীতে নোঙর করা এমবি সিক্স সিস্টার-২ নামের একটি পণ্যবাহী জাহাজে উঠে অস্ত্রের মুখে কর্মীদের জিম্মি করে মোবাইল টাকা পয়সা ও মালামাল লুটের ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ নৌ পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- আঃ মান্নান মুন্সি, আনোয়ার হোসেন ওরফে ফজো বেপারী, মোঃ জাহাঙ্গীর, জলিল বেপারী ওরফে জইলা ও দলিল উদ্দিন ওরফে ধলু।
বুধবার (২২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের সদর দফতরের মিডিয়া কর্মকর্তা অতিরিক্তি পুলিশ সুপার সাথী রানী শর্মা।
তিনি জানান, গত ১১ জানুয়ারি ফতুল্লা থানার ধর্মগঞ্জ গুদারাঘাটের দক্ষিণে ধলেশ্বরী নদীতে নোঙর করা এমবি সিক্স সিস্টার-২ জাহাজে ৫ থেকে ৬ জনের একটি আন্ত:জেলা ডাকাত দলের সদস্যরা। জাহাজের স্টাফদের দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে স্টাফ মিলন মোল্লানের (৩৭) বুকে চাকু দিয়ে আঘাত করে এবং স্টাফ হোসেন শেখ (২০) এর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৫টি মোবাইল ফোন, নগদ ৭ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকার বেশি।
এই ঘটনায় ভুক্তভোগী ফতুল্লা থানায় মামলা করেন। মামলাটি নৌ পুলিশের নারায়নগঞ্জ অঞ্চল তদন্তভার গ্রহনের পর থেকেই কুখ্যাত ডাকাতদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। এইর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের প্রত্যেকের নামে ১০টিরও বেশি ডাকাতি, ডাকাতির চেষ্টা, অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে মামলার তথ্য পাওয়া গেছে।