ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা লিটু গ্রেফতার
ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতাকে আটক করে পুরনো দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতার হওয়া ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম মেহেদী হাসান ওরফে লিটু (৫০)। তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের পূর্ব আলগী গ্রামের মো. আওয়াল মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন,মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে মেহেদী হাসানকে ভাঙ্গা পৌরসভার দাঁড়িয়ারমাঠ মহল্লা থেকে গ্রেফতার করে ভাঙ্গা থানার পুলিশ। ২০২৩ সালের ৭ আগস্ট ভাঙ্গা বাসস্ট্যান্ডে পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলা এবং ২০২৪ সালের ১১ নভেম্বর ভাঙ্গা থানায় বিস্ফোরক আইনে দায়ের আরেকটি মামলাসহ মোট দুটি মামলায় মেহেদী হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম ওরফে বিটু মুন্সী বাদী হয়ে ভাঙ্গা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।
এছাড়া ২০২৩ সালের ৭ আগস্ট ভাঙ্গা পৌরসভার কুমার নদের উপর সেতুর দুই পাশের মহল্লাদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলা করেন।
দুটি মামলার এহাজারে সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসানের নাম ছিল না। তাকে অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।