স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হত্যা মামলার আসামি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

হত্যা মামলার আলোচিত আসামি শাহ মুহাম্মদ আলতাফ হুসাইন। ছবি: সংগৃহীত

হত্যা মামলার আলোচিত আসামি শাহ মুহাম্মদ আলতাফ হুসাইন। ছবি: সংগৃহীত

ফরিদপুরের কানাইপুরে আলোচিত ওবায়দুর খান হত্যা মামলায় কারাগারে থাকা আলোচিত আসামিকে কানাইপুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি করা হয়েছে।

আগামী সোমবার (২৭ জানুয়ারি) ফরিদপুর সদরের কানাইপুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ শাহ মো. শাহজাহান মোল্যার শুভেচ্ছান্তে আমন্ত্রণপত্র করা হয়েছে। এতে দেখা যায় হত্যা মামলায় কারাগারে থাকা আলোচিত আসামি শাহ মুহাম্মদ আলতাফ হুসাইনকে বিশেষ অতিথি করা হয়েছে।  

বিজ্ঞাপন

ওই আসামি হলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ আলতাফ হুসাইন। আমন্ত্রণপত্রে প্রধান অতিথি হিসেবে অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এবং সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমানের নাম রয়েছে।

আমন্ত্রণপত্রে হত্যা মামলার আসামিকে দেখে ক্ষোভ জানান স্থানীয়রা। এছাড়াও ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে চেয়ারম্যানের নাম উল্লেখ করার জন্য রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে কয়েকজন প্রধান শিক্ষক জানিয়েছেন।

বিজ্ঞাপন


বিষয়টি নিয়ে জানতে কানাইপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহ মো. শাহজাহান মোল্যা জানান, স্থানীয় বিএনপির নেতারা চেয়ারম্যানকে বিশেষ অতিথি করার জন্য চাপ দেয়া হয়। তবে তিনি ওই বিএনপি নেতাদের নাম বলতে অপরাগতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি নেতাদের চাপে চেয়ারম্যানকে বিশেষ অতিথি করে আমন্ত্রণপত্র করা হয়েছে। বিষয়টি ইউএনও’কে জানিয়েছি।’

সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, বিষয়টি আজই আমার নজরে এসেছে। পরে অধ্যক্ষকে জানানো হয়েছে, ব্যানার এবং আমন্ত্রণপত্রে আসামিদের নাম না রাখার জন্য। এছাড়া অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদেরও একই নির্দেশনা দেয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি বিকালে কানাইপুর ইউনিয়নের ঝাউখোলা গ্রামের বিল্লাল খানের ছোট ছেলে ওবায়দুর খানকে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয় ওই ইউপি চেয়ারম্যানের ছোট ভাই খায়রুজ্জামান খাজার নেতৃত্বে। পরে ওইদিন রাতে ঢাকায় নেয়ার পথে মারা যান ওবায়দুর। এ ঘটনার পরেরদিন রাতে খায়রুজ্জামান খাজাকে প্রধান ও ভাই শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনকে হুকুমের আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে কোতয়ালী থানায় মামলা করেন ওবায়দুরের মা রেখা বেগম। ওই মামলায় গত ১৬ জানুয়ারি থেকে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন আলতাফ।