প্রবীণদের অভিজ্ঞতা ও তরুণদের সাহসের মিশ্রণে বাংলাদেশ বিনির্মাণের আহ্বান

, রাজনীতি

স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2024-12-11 16:33:45

প্রবীণ রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গের অভিজ্ঞতার সঙ্গে তরুণদের সাহসের সংমিশ্রণ করে ভবিষ্যত বাংলাদেশের বিনির্মাণের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা কলেজে ‘জুলাই অভ্যুত্থানের ঢাকা কলেজের অবদান’ শীর্ষক শিরোনামের অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি।

এসময় তিনি বলেন, এই সংগ্রাম যতটা না দলীয় তার চেয়ে বেশি জেনারেশন কনফ্লিক্টের মধ্যে আছি। কোনো শক্তি যদি তরুণদের মাইনাস করে নিজেরাই সংসদের দিকে যাত্রা করছে তাহলে তারা ভুল ভাবছে।

ফ্যাসিবাদ বিরোধী ছাত্রসংগঠনগুলোকে আহ্বান করে তিনি বলেন, আমরা কোনো প্রথাগত কনভেনশনাল রাজনৈতিক ধারাবাহিকতায় আমরা নেই।
প্রতিনিয়ত আপনাকে দখল করতে, আপনার মগজের নিয়ন্ত্রণ নিতে আমাদের পূর্ববর্তী প্রজন্ম সতর্ক রয়েছে। কারণ তারা এই তরুণ প্রজন্মের প্রশ্নকে ভয় পায়, তারা তরুণ প্রজন্মের আপোষহীনতা মনোভাবকে ভয় পায়।

তরুণদের উদ্দেশ্যে বলেন, আমরা যদি বর্তমান সময়কে সেভাবে কাজে লাগাতে না পারি তাহলে ভবিষ্যতে আমদের কাঠগড়ায় দাড়াতে হবে।

এছাড়া তরুণ সমাজের সেসকল শিক্ষক, পুলিশ, আমলা, বিচারকের প্রতি ক্রোধ আছে যারা এতদিন ক্লাসের পরিবর্তে সরকার দলের রাজনীতি করেছে, নিরস্ত্র মানুষের দিকে বন্দুক তাক করেছে, ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভ্যানগার্ড হিসেবে ছিল এবং ইনসাফের পরিবর্তে মজলুমের ফাঁসির রায় লিখেছে।

তবে বিগত ১৬ বছরে যারা স্বামী, স্ত্রী, সন্তান হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি দায়বদ্ধতা আছে বলে জানান হাসনাত আব্দুল্লাহ।

এছাড়া, ভারতের অর্থায়নে যারা টকশোতে আলোচনা করে তাদের কথা শুনে বিগত ১৬ বছরের অত্যাচার নিপীড়ন ভুলে না যাওয়ার আহ্বানও করেছেন তিনি।

Related News