আবু সাঈদরা বিশ্বের ইতিহাসে স্থান করে নিয়েছে: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান পতিত সরকারকে উঙ্গিত করে বলেছেন, তারা যদি মনে করে এদেশে ফিরে এসে রাজনীতি করবে তাহলে তারা বোকার রাজ্যে বাস করে। যারা ঘাপটি মেরে বসে আছে তাদেরকে এদেশের ছাত্র জনতা প্রতিহত করবে। আমাদের শক্তি, সততা ও ন্যায়ের রাজনীতি। আবু সাঈদরা জীবন দিয়ে বিশ্বের ইতিহাসে স্থান করে নিয়েছে। পলাশকে যারা দুষিত করে গেছে তাদের বিরোদ্ধে আইনের বিচার একদিন হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আব্দুল মোমেন খানের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌসসভা বিএনপি আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ড. মাহরিন খান।
মঈন খান বলেন, মোমেন খান জাগদল সৃস্টি করেছেন। পরে দেশ গঠনে কাজ করেছেন। এছাড়া দেশের সরকারের আমলাদের মধ্যে সর্বোচ্চ স্থান আসিন করেছেন।
নিজের রাজনীতি নিয়ে তিনি বলেন, আমি খালেদা জিয়ার অনুরোধে রাজনীতিতে এসেছি, ভোগ বিলাশের জন্য রাজনীতি করি না। দিনের ভোট রাতে, নিজের ভোট নিজে ভরে দিয়ে নির্বাচনের জন্য রাজনীতি করি না। আর সেই রাজনীতি করতে দেয়া হবে না। তিনি সুস্ঠু, সুন্দর নির্বাচন দাবি করেন।
খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এড. রোখসানা খন্দকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদৌস আহমেদ খোকন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ স্পাদক আকরামুল হক মিন্টু, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আঃ ছাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা, জেলা যুবদলের সভাপতি শাহেন শাহ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খানসহ দলীয় নেতৃবৃন্দ।
তার জন্য পলাশের মানুষকে নতুন করে জেগে উঠতে হবে আলোচনা শেষে মোমেন খান স্মরনে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।