এসএমএস বার্তায় আমন্ত্রণ, বৈঠক বর্জন লেবার পার্টির

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-16 13:17:30

যথাযথভাবে আমন্ত্রণ না জানানোয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা যে বৈঠক ডেকেছেন, তা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে লেবার পার্টি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তার হোয়াটসঅ্যাপ গ্রুপে এক বার্তায় দলটির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠকটি বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে হওয়ার কথা।

বার্তায় তিনি উল্লেখ করেন, ১৭ বছর গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামে রাজপথের দল আমরা। বুধবার রাত ৯টা ৫১ মিনিটে একটি এসএমএস পাঠিয়ে বৃহস্পতিবার বিকাল চারটায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দাওয়াত দেয়াকে অসম্মানজনক ও অসৌজন্যমূলক আচরণ মনে করি।

তিনি বলেন, তাই বৃহস্পতিবারের সভা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে লেবার পার্টি।

উল্লেখ্য, বৃহস্পতিবারের প্রোগ্রামে লেবার পার্টির একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে আমন্ত্রণ জানান উপদেষ্টা মাহফুজ আলম।

Related News