ঘোষণাপত্র: সর্বদলীয় বৈঠকে যোগ দিতে বিএনপির সালাহউদ্দিন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ৩টা ৫০ মিনিটে প্রবেশ করেন বিএনপির এই নেতা। এর আগে প্রবেশ করে জামায়াতের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল, গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার আন্দোলন।

বিজ্ঞাপন

এর আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে বিএনপি অংশ নেবে বলে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সংলাপে অংশ নিতে বিএনপি এক প্রতিনিধি যাবেন। এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার ডাকা সর্বদলীয় বৈঠকের উদ্দেশ্যে রওনা দেবেন।

বিজ্ঞাপন

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বিকেল চারটায় একটি সর্বদলীয় বৈঠক করছে অন্তর্বর্তী সরকার। বৈঠকের সভাপতিত্বে করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বৈঠক চলবে।

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেও জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো মতামত দেবে না বিএনপি।