বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের মানুষের দেশপ্রেম, জাতীয়তাবাদী চেতনা, সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার অনেক বেশি শক্তিশালী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মধ্য বাড্ডায় ‘আমরা বিএনপি পরিবার’ কর্তৃক আয়োজিত জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের মাঝে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কাঁটাতারের বেড়া যে আপনারা দিবেন সেটা বাংলাদেশের বিজিবির সঙ্গে কি আপনারা আলাপ করেছেন? কোথায় কিভাবে কি হবে? আপনারা যা দেখেন, যা করেন সেটা করেন আধিপত্যবাদী চিন্তা চেতনা থেকে। ওই মানসিকতা ছাড়েন।
নিজেদের বড় দেশ, অনেক লোকসংখ্যা এই অহংকার নিয়ে আপনারা (ভারত) কাজ করেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, কিন্তু আপনারা যখন দেখেছেন, লালমনিরহাট, কুড়িগ্রাম, পাটগ্রামে কাঁটাতারের বেড়া দিতে গেলে বিজিবি যখন প্রতিরোধ করতে গেছে তার পেছনে শত শত, হাজার হাজার বাংলাদেশিরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করেছে।
তিনি আরও বলেন, পৃথিবীর এই পার থেকে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর প্রত্যেকটি জায়গায় তরুণ-ছাত্র-জনতার আত্মদানের ঢেউ গোটা বিশ্বকে চমক দিয়েছে অথচ পার্শ্ববর্তী দেশ অপতথ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। কোথায় অত্যাচার হচ্ছে ভাই? অত্যাচার করছেন আপনারা। দিল্লিতে জুম্মার নামাজের সময় পুলিশ দিয়ে মুসল্লিদের আঘাত করছেন।
সংখ্যালঘু নিপীড়ন হয় ভারতে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, চারশ বছর আগে ভারতের সম্রাট বাবর যে মসজিদ নির্মাণ করেছিলেন তা ভেঙে চুরে সেখানে মন্দির নির্মাণ করেছেন। সংখ্যালঘুদের ওপর যত অত্যাচার, অনাচার সেটা হয় ওই দেশে, বাংলাদেশে হয় না। বাংলাদেশে হিন্দু, মুসলমান, খৃষ্টান হাতে হাত ধরে ঘোরাফেরা করি। এটা আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে কলঙ্কিত করার জন্য বার বার ভারত থেকে অপতথ্য দেওয়া হচ্ছে।