জিয়া সাইবার ফোর্স সদস্যের ওপর হামলা, প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2025-01-17 19:14:13

রাজবাড়ীতে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য মো: ফরহাদ হোসেনের উপর আওয়ামীলীগের চিহ্নিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে জেলার পাংশা উপজেলার জাগিরকয়া বাজারের যুবদলের আয়োজনে বিক্ষোভ মি‌ছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ‌বি‌ক্ষোভ মি‌ছিল‌টি পুই‌জোর মাদরাসা সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে।

উপ‌জেলার পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: জহিরুল আলম (মুরাদ) বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সাম‌বেশ অন‌ষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, ফরহাদ হোসেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য।সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির পক্ষে লেখালেখি করেন। এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় পাংশা থেকে বাড়ি ফেরার পথে গোলাবাড়ি এলাকায় আস‌লে কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা করে।

এসময় তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রেন। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শা‌স্তির দাবী করেন বক্তারা।

সমাবেশে পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর ইসলাম আরিফ, কালুখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনিছুর রহমান মোল্লা, পাংশা উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সজিব রাজা প্রমুখ বক্তব‌্য রা‌খেন।

Related News