পাকিস্তান দল থেকে বাদ বাবর, নাসিম, শাহিন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-13 19:13:11

বাবর আজমের দল থেকে বাদ পড়াটা নিশ্চিতই ছিল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পরের টেস্টের জন্য দলে তার জায়গা হয়নি। তার সঙ্গে দলের আরও দুই তারকা নাসিম শাহ আর শাহিন শাহ আফ্রিদিরাও দল থেকে জায়গা হারিয়েছেন।

বাবরকে টেস্ট অধিনায়কের পদ থেকে আগেই সরানো হয়েছে। তার বদলে নতুন অধিনায়ক শান মাসুদও ভালো কিছু করতে পারছেন না। দল হেরেছে তার নেতৃত্বে প্রথম ৬টি ম্যাচেই। 

তবে পাকিস্তানের ব্যর্থতার পুরো চাপ বাবরের ওপরেই পড়েছে। নির্বাচক কমিটি এবং ৫ জন মেন্টরের পরামর্শ অনুযায়ী বাবর আজমকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে।

সাদা পোশাকের ক্রিকেটে বাবরের পারফরম্যান্স গত দুই বছর ধরে আশানুরূপ নয়। ২০২২ সালের ডিসেম্বর থেকে তিনি কোনো টেস্ট হাফ সেঞ্চুরি করতে পারেননি। তার সর্বশেষ বড় ইনিংস ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রান, এরপর থেকেই তার ফর্ম নেমে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে দুই ইনিংসে তিনি মাত্র ৩৫ রান করেছেন এবং ২০২৩ সালের শুরু থেকে তার টেস্ট গড় ২১-এর নিচে নেমে এসেছে।

২০১৯ সালের পর থেকে বাবর কোনো প্রথম-শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেননি। তবে জাতীয় দল থেকে বাদ পড়ার পর তাকে কায়েদ-ই-আজম ট্রফিতে দেখা যেতে পারে। যদিও শান মাসুদ ও কোচ জেসন গিলেস্পি বাবরকে এখনো পাকিস্তানের সেরা ব্যাটার হিসেবে মনে করছেন, নির্বাচক ও মেন্টরদের মতে, দল থেকে কিছুদিন দূরে থাকাটা তার জন্য ভালো হতে পারে।

প্রথম টেস্ট হারের পর পিসিবির নতুন কমিটি তড়িঘড়ি বৈঠক করে বাবরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তানের স্কোয়াড:
শান মাসুদ, সৌউদ শাকিল, আমের জামাল, আব্দুল্লাহ শফিক, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মীর হামজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, সায়িম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আঘা, জাহিদ মেহমুদ।

Related News