বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র নিলেন কারা?

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন তরফদার রুহুল আমিন। তবে শেষমেশ তিনি সে পদে লড়ছেন না। তবে বাফুফে নির্বাচনে তার লড়াই থাকবে, সেটা অন্য পদে। সভাপতির ঠিক পরের মর্যাদাপূর্ণ পদ সিনিয়র সহ সভাপতির পদে লড়বেন তিনি। 

গতকাল বিকেলে তরফদার রুহুল আমিনের পক্ষে তার প্রতিনিধি নাজমুল করিম বাফুফে ভবনে গিয়ে মনোনয়নপত্র নেন। সিনিয়র সহ সভাপতির পদে তার মনোনয়নপত্র কেনার ফলে পরিস্থিতিটা বদলে গেল অনেকটাই। 

বিজ্ঞাপন

বাফুফে নির্বাচনের সবচেয়ে আকর্ষণীয় লড়াই হয়ে যাচ্ছে এই পদে, কারণ বিদায়ী কমিটির সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানও এই পদের জন্যই লড়ছেন এবার। এই পদে আরও একজন প্রতিদ্বন্দ্বী আছেন। তিনি পাইওনিয়র লিগের ক্লাব রূপগঞ্জ, নারায়ণগঞ্জের মুরাপাড়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন। 

এবারের বাফুফে নির্বাচনে মনোনয়ন নিয়েছেন অনেক সাবেক ফুটবলার। গেল বার সভাপতি নির্বাচনে দাঁড়ানো শফিকুল ইসলাম মানিক এবার সহ সভাপতি পদে মনোনয়ন নিয়েছেন। এছাড়াও সত্যজিত দাস রুপু, রুম্মন বিন ওয়ালী সাব্বির, সাইদ হাসান কানন, গোলাম গাউসরাও থাকছেন এবারের নির্বাচনে। 

নির্বাচনে মনোনয়ন পত্র নিলেন যারা
সভাপতি পদে–
তাবিথ আওয়াল, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, শাহাদাত হোসেন। 

সিনিয়র সহ-সভাপতি পদে–
ইমরুল হাসান, তরফদার রুহুল আমিন, মনির হোসেন। 

সহ-সভাপতি পদে–
নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ করিম, ইকবাল হোসেন, সাব্বির আহমেদ আরেফ, ওয়াহিদ উদ্দিন চৌধুরী, রশিদ সামিউল ইসলাম, রুম্মন বিন ওয়ালী সাব্বির, আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান, শফিকুল ইসলাম মানিক, সত্যজিত দাশ রূপু, মিসবাহ আহমেদ বিন সামাদ চৌধুরী, সাঈদ হাছান কানন। 

সদস্য পদে–
তাসমিয়া রেজওয়ানা, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন, ইয়াকুব আলী, ইকবাল হোসেন, কামরুল হাসান হিলটন, গোলাম গাউস, জাকির হোসেন চৌধুরী, নজরুল ইসলাম, মঞ্জুরুল আলম দুলাল, মাহফুজা আক্তার কিরণ, হাজী টিপু সুলতান, আমিনুল হক মামুন, ইমতিয়াজ আহমেদ, সত্যজিত দাশ রূপু, মানস চন্দ্র দাশ, আমিরুল ইসলাম বাবু, বিজন বড়ুয়া, মাহমুদা খাতুন, আমের খান, এখলাস উদ্দিন, শফিকুল আজম ভূঁইয়া, শরিফ উদ্দিন, মঞ্জুরুল করিম, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন জনি, মহিউদ্দিন সেলিম, সাইফুর রহমান মনি, খন্দকার রকিবুল ইসলাম, রওশন আক্তার, ডেইজি জাফর, মহিদুর রহমান মিরাজ, মঞ্জুরুল করিম, শাহাদাত হোসেন, আব্দুল হাফিজ, জসিম উদ্দিন খান খসরু, শহিদুল ইসলাম, রিয়াজ উদ্দিন, নুরুজ্জামান, মিসবাহ আহমেদ বিন সামাদ চৌধুরী, সাঈদ হাছান কানন, মাহবুবুর রহমান শাহীন, দেলোয়ার হোসেন, শাকিল মাহমুদ চৌধুরী, শাহিন হাসান।