সেই মিরপুরে এবার রাবাদার বিশ্ব রেকর্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-21 15:09:44

কাগিসো রাবাদার আত্মজীবনী কিংবা বায়োপিক, সে যাই হোক তাতে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামটাকে একটা বাড়তি গুরুত্ব দিয়ে উপস্থাপন করতেই হবে।

হবেই বা না কেন? এই মাঠে অভিষেকে নিজের আগমনী বার্তা শুনিয়েছিলেন হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে। এবার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক তিনি ছুঁলেন এই মাঠে দাঁড়িয়েই। ৩০০ মাইলফল শুধু ছুঁয়েই ক্ষান্ত হননি, গড়ে ফেলেছেন বিশ্বরেকর্ডও।

আজ দিনের শুরুটা ছিল ভিয়ান মুলডারের। তবে এরপরই দৃশ্যপটে আসেন রাবাদা। মুশফিকুর রহিমকে বোল্ড করে তিনি ছুঁয়ে ফেলেন ৩০০ উইকেটের মাইলফলক।

তাতেই বিশ্বরেকর্ডটা গড়া হয়ে যায়। বলের হিসেবে এখন ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়া দ্রুততম বোলার তিনি।

এর আগে এই রেকর্ডটা ছিল ওয়াকার ইউনিসের। তিনি এই রেকর্ড গড়েছিলেন ১২৬০২ বলে। রাবাদা এ রেকর্ড গড়েছেন ১১১৮৭ বলে।

বলের হিসেবে দ্রুততম সময়ে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন যারা
১১১৮৭ বল- কাগিসো রাবাদা
১২৬০২ বল- ওয়াকার ইউনিস
১২৬০৫ বল- ডেল স্টেইন
১৩৬৭২ বল- অ্যালান ডোনাল্ড

Related News