সাফজয়ী নারী ফুটবলারদের ২০ লাখ টাকা পুরস্কার দিচ্ছে বিসিবি

, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-10-31 20:48:11

নেপালকে হারিয়ে দেশে ফিরে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল ফুলেল অভ্যর্থনায় সিক্ত হয়েছে। ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে তাদের নিয়ে আসা হয় মতিঝিলস্থ বাফুফে ভবনে। সেখানে পা রাখতেই উইনিং বোনাস হিসেবে ১ কোটি টাকার চেক তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয় এই অর্থ পুরস্কার। একই দিন পুরস্কার হিসেবে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ ঘোষণা দেয়। একইসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন।

ফারুক আহমেদ বলেন, ‘আমাদের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে যা করেছে, আমরা গর্বিত। পুরো ক্রীড়াঙ্গনের এ সাফল্য উদ্‌যাপনে বিসিবিও যোগ দিচ্ছে। তাদের এই জয় অন্য সব খেলার খেলোয়াড়দের ও বাংলাদেশের মেয়েদের অনুপ্রেরণা জোগাবে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল বিভাগকে অভিনন্দন জানাই।’

বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘বিসিবি খেলায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে সব সময় বদ্ধপরিকর। এই ঐতিহাসিক জয় খেলায় মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে আগ্রহ বাড়াবে এবং পুরো দেশের সমর্থন জোগাবে।’

এর আগে ২০২২ সালে প্রথমবার বাংলাদেশের মেয়েরা সাফ জিতলে ৫০ লাখ টাকা পুরস্কার দিয়েছিল বিসিবি।

গত বুধবার টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ নারী দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় নেপালকে ২-১ গোলে হারিয়ে এই ট্রফি জয়ের রেকর্ড ধরে রাখে বাংলাদেশ।

Related News