ছাদখোলা বাসে শুরু চ্যাম্পিয়ন মেয়েদের প্যারেড

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছাদখোলা বাসে চড়ে বসেছেন চ্যাম্পিয়নরা

ছাদখোলা বাসে চড়ে বসেছেন চ্যাম্পিয়নরা

সাফজয়ী নারী ফুটবল দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফুফের পথে যাত্রা শুরু করেছে। ছাদখোলা বাসে চড়ে বসেছেন তারা। তাদের বরণ করে নিতে ঢাকার রাস্তায় নেমে এসেছেন হাজারো মানুষ।

আজ দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়নরা পা রাখেন ঢাকার মাটিতে। এরপর সংবাদকর্মীদের সামনে কথা বলেন বাংলাদেশ কোচ পিটার বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন। এরপরই ফুটবলাররা বাসে উঠে এসেছেন, এবার তাদের গন্তব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বিজ্ঞাপন

নারী ফুটবল দলকে নিয়ে এই বাস উঠবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এরপর তা এফডিসির সামনে এসে সাতরাস্তায় নামবে। সেখান থেকে মগবাজার ফ্লাইওভারে উঠবে তা। কাকরাইল নেমে পল্টন, নটরডেম কলেজ ও শাপলা চত্বর হয়ে তা শেষে যাবে বাফুফে ভবনে।

বাফুফে ভবনে হবে বাকি আনুষ্ঠানিকতা। সেখানে হাজির আছেন আরও সমর্থক। সেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের বরণ করে নেওয়ার কথা রয়েছে।

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। গত বুধবার রাতে কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে এই ট্রফি জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে বাংলাদেশ।