ঢাবি ক্রিকেটে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-05 20:55:58

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘৯ম আন্তঃহল (ছাত্রী) ক্রিকেট প্রতিযেগিতা’র ফাইনালে শামসুন নাহার হল ৯ উইকেটে রোকেয়া হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ম্যাচে রোকেয়া হল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদিয়াতুস হালিমা ১৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে ১০.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৭ রান করে ম্যাচ জিতে নেয় শামসুন নাহার হল।

প্রতিযোগিতায় সর্বোচ্চ ৩৪৭ রান সংগ্রহ ও ২ উইকেট নিয়ে প্লেয়ার অব দ্যা সিরিজ হয়েছেন রোকেয়া হলের শিক্ষার্থী সাদিয়াতুস হালিমা। ১৯৬ রান সংগ্রহ ও সর্বোচ্চ ৭ উইকেট শিকার করে সেরা অলরাউন্ডার হয়েছেন শামসুন নাহার হলের দিপা খাতুন।

খেলা শেষে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়ার সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি প্রদান করেন।

এসময় রোকেয়া হলের প্রধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানা এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related News