বিশ্বকাপের ফাইনালে খেলতে চায় বাংলাদেশ
খুব কাছে গিয়েও নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ, হারতে হয়েছিল ভারতের কাছে। তবে আসন্ন অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছুর আশা করছেন নির্বাচক সজল আহমেদ চৌধুরি। তার মতে, মিডল-অর্ডার ছন্দে ফিরলে ফাইনাল খেলা সম্ভব।
মালয়েশিয়ায় আগামী ১৮ জানুয়ারি শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফর ও বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের দল নিয়ে সজল বলেন, ‘আমাদের দলে সবগুলো দিকই বিবেচনা করেছি। ব্যাটিং, বোলিংয়ে বৈচিত্র আছে। বাঁহাতি স্পিনার, ফাস্ট বোলার, লেগ স্পিনার আছে। ভালো অলরাউন্ডার আছে। সব কিছু বিবেচনা করেই দলটা গঠন করা হয়েছে।’
সবশেষ এশিয়া কাপের দল থেকে দুই পরিবর্তন আনা হয়েছে। অরভিন তানি ও মেহেরুন নেসারের পরিবর্তে দলে এসেছেন লাকি খাতুন ও সাদিয়া ইসলাম।
এশিয়া কাপে ভালো পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়ে সজল বলেন, ‘মেয়েরা আত্মবিশ্বাসী। শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচগুলো বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। একই কন্ডিশনে খেলা হওয়ায় ভালো পারফর্ম করবে বলে বিশ্বাস করি।’
নির্বাচকের আশা, ‘মিডল অর্ডার যদি ছন্দে আসে, তাহলে সব দিক বিবেচনা করে আমরা ফাইনাল খেলার প্রত্যাশা করি।’ ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।