লাহোরকে হারিয়ে গ্লোবাল লিগের ফাইনালে রংপুর

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-06 10:21:15

এটি ছিল অলিখিত সেমি-ফাইনাল। জিতলেই দল পা রাখবে ফাইনালে। ঠিক এমনই দৃশ্যপটে বাজিমাত রংপুর রাইডার্সের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লাহোর কালান্দার্সকে উড়িয়ে বাংলাদেশের ফ্রাঞ্চাইজিটি ওঠে গেল গ্লোবাল সুপার লিগের ফাইনালে।

আজ শুক্রবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের ম্যাচে বৃষ্টি প্রায় জিততেই যাচ্ছিল। শেষ অব্দি ৮ ওভারে নেমে আসে ২০ ওভারের এই ম্যাচ। যেখানে পাকিস্তানের লাহোর কালান্দার্সকে ডিএলএস ম্যাথডে ২৩ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠল রংপুর।

প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে খেলতে গিয়েই বাজিমাত করল নুরুল হাসান সোহানের দল। লিগ পর্বে প্রথম দুটি ম্যাচ হারের পর পুরের দুটি জিতে দল জায়গা করে নিল ফাইনালে। আগামীকাল শনিবার রংপুর শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ান দল ভিক্টোরিয়ার। বাংলাদেশ সময় ভোট পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

গায়ানায় আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলে রংপুর। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লাহোরের জন্য জিততে লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ১১১ রান। রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৮৭ রানে থামে লাহোর।

প্রথমে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের ব্যাটে রংপুর পায় লড়াকু পুঁজি। বৃষ্টির পূর্বাভাস ছিল। তাইতো আক্রমণাত্মক ব্যাটিং করেন ওপেনাররা। ১৩ বলে ২২ তুলেন সৌম্য সৌম্য সরকার। তিনে নেমে সাইফ হাসান তুলেন ১৪ বলে অপরাজিত ২৭। স্টিভেন টেলর অপরাজিত ২৭ বলে ৩২ রানে। রংপুরের ইনিংসের ৯ ওভার খেলার পরই শুরু হয় বৃষ্টি।

এরপর খেলা শুরু হতে ৯ ওভারে লাহোরের সামনে টার্গেট দাঁড়ায় ১১১ রান। ঠিক তখনই বল হাতে চমক দেখান মেহেদী হাসান। মেহেদীর করা প্রথম ওভারেই ৩ উইকেট হারায় লাহোর। টানা তিন বলে উইকেট হারিয়ে লাহোর কালান্দার্স পিছিয়ে পড়ে। এক পর্যায়ে ১৩ রানে ৪ উইকেট হারানো দলটিকে আর ভয়ঙ্কর হতে দেয়নি রংপুরের বোলাররা।

রংপুরের মেহেদী ২ ওভারে ১১ রান দিয়ে নেন ৩ উইকেট। পিএসএলের দল লাহোর থামে ৭ উইকেটে ৮৭ রানে।

গ্লোবাল সুপার লিগের ৪ ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট রংপুরের। সমান পয়েন্ট গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্সের থাকলেও রান রেটে এগিয়ে বাংলাদেশের দলটি।

সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রাইডার্স: ৮৫/১, ৯ ওভারে (টেলর ৩২*, সাইফ ২৭*, সৌম্য ২২; মির্জা ১/১২)।
লাহোর কালান্দার্স: (টার্গেট ৯ ওভারে ১১১) ৮৭/৭, ৯ ওভারে (মির্জা ৩১, অ্যাবেল ২৫; মেহেদী ৩/১১, চ্যাপেল ২/১৭)।
ফল: রংপুর রাইডার্স ডিএলএস মেথডে ২৩ রানে জয়ী
ম্যাচসেরা: স্টিভেন টেলর।

Related News