পাল্টে গেল বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ দল

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-06 13:05:17

টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্রয়ের পর এবার ওয়ানডে সিরিজের লড়াই। ৮ ডিসেম্বর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে ১৫ সদস্যের দলে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফ চোট নিয়ে ছিটকে গেলেন দল থেকে। তাদের জায়গায় দলে ঢুকলেন মারকুইনো মিন্ডলে ও জেডিয়া ব্লেডস।

মিন্ডলি প্রথমবারের মতো ডাক পেলেন উইন্ডিজ ওয়ানডে দলে। এর আগে জাতীয় দলের হয়ে তিনি ২০২২ সালে খেলেছেন একটি মাত্র টেস্ট। আরেক পেসার ব্লেডসও জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন। মিন্ডলে তার একমাত্র টেস্ট ম্যাচটি খেলেছেন অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার সঙ্গে। তারপর দুই বছর ছিলেন জাতীয় দলের বাইরে। এবার বাংলাদেশের বিপক্ষে সুযোগ এসে গেল।

ত্রিনিদাদে গত নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট সুপার ফিফটি কাপে পারফরম্যান্সই এই দুজনকে নিয়ে এসেছে উইন্ডিজ জাতীয় দলে। জ্যামাইকার হয়ে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন মিন্ডলে। ৭ ম্যাচে ৬ ইনিংস বোলিং করে ২০ উইকেট নিয়ে পেসারদের মধ্যে হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি। সুপার ফিফটি কাপেই ওয়েস্ট ইন্ডিজ একাডেমির হয়ে ৫ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন ব্লেডস।

ফোর্ড ও শামার জোসেফ ইনজুরির কারণে ছিটকে গেলেন দল থেকে। ইংল্যান্ডের বিপক্ষে গতমাসে খেলা টি-টোয়েন্টি সিরিজেই উরুর চোটে পড়েন তিনি। সেই ইনজুরি কাটিয়ে ফিটনেস ফিরে পাননি এই পেসার এ কারণেই। ফোর্ডকে পুনর্বাসন প্রক্রিয়ার জন্য রাখা হয়েছে মাঠের বাইরে।

শামার জোসেফ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পায়ে চোট পান। পায়ের নিচের অংশের হাড়ে ব্যথা পাওয়ায় তাকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। প্রতিটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল-

শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), জেডাইয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, মার্কিনো মিন্ডলি, গুডাকেশ মোটি, শারেফানে রাদারফোর্ড, জেডেন সিলস ও রোমারিও শেফার্ড।

Related News