রানে ফিরতেই জাতীয় লিগ ছাড়লেন তামিম!

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-16 12:51:26

চলতি জাতীয় লিগ দিয়েই ২১৯ দিন পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন তিনি। লম্বা সময় পর ফিরে তামিম ইকবাল প্রথম ম্যাচে করেন মাত্র ১৩ রানে। কিন্তু পরের ম্যাচেই চট্টগ্রাম বিভাগের এই তারকা ক্রিকেটার ঝড় তুলে ২৭ বলে ফিফটি করেন। ৩৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস। এর পরেরটিতে আরও আক্রমণাত্মক তিনি।

বরিশালের বিপক্ষে সিলেটের মাঠে ফিফটি তুলেন ৩৭ বলে। কিন্তু স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থেকে ফেরেন সাজঘরে। এই যখন ফর্ম তখন কীনা জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তামিম ইকবাল?

চার রাউন্ডের খেলা শেষে ভেন্যু শহর সিলেট ছেড়েছেন তামিম। ঢাকায় চলেও এসেছেন চট্টগ্রামের এই তারকা ব্যাটার। বলা হচ্ছে- চোটে পড়ায় এনসিএল আর খেলবেন না তিনি।

রোববার রাতেই ঢাকায় চলে এসেছে তামিম। সিলেট ছাড়ার আগে গণমাধ্যমে তিনি বলেন, ‘দেখুন, আমার চারটা থেকে পাঁচটা ম্যাচ খেলার কথা ছিল। আমার প্রস্তুতি যতটুকু নেওয়ার কথা ছিল- আমার মনে হয় আমি সবটুকু করেছি।’

এবারের জাতীয় লিগ টি-টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগের হয়ে চার ম্যাচ খেলে তামিম করেছেন ১৯০ রান। গড় ও স্ট্রাইকরেট ৬৩.৩৩ ও ১৫০.৭৯। সব শেষ ম্যাচে বরিশালের বিপক্ষে ৫৪ বলে করেন ৯১ রান। চট্টগ্রাম ৪ ম্যাচ খেলে দুটিতে জিতেছে, হেরেছে সমান ম্যাচে।

Related News