ব্রিসবেনে বড় বিপদে ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-16 16:59:18

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেনের গ্যাবায় চলমান তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ভারত বিপদেই পড়ে গেছে। বৃষ্টিবিঘ্নিত দিনে দলটা ৫১ রান তুলতে খুইয়ে বসেছে ৪ উইকেট।

অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস শেষ করে ৪৪৫ রান তুলে। যার ফলে ভারতের ফলো-অন এড়াতে প্রয়োজন ছিল ২৪৬ রান। তবে দলটার ইনিংসের শুরু থেকেই ব্যাটিং ধস নেমেছে। 

প্রথম সেশনে অস্ট্রেলিয়ার ৪৪৫ রানে গুটিয়ে যাওয়ার পর ব্যাট করতে নেমে ভারতের তিনজন শীর্ষ ব্যাটসম্যান দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল এবং বিরাট কোহলিকে আউট করেন মিচেল স্টার্ক এবং জশ হেইজেলউড।  

দ্বিতীয় সেশনে ঋষভ পান্ত ৪৪ রানে প্যাট কামিন্সের বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়েন। দিনের শেষদিকে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় চা-বিরতিতে ভারতের স্কোর দাঁড়ায় ৪৮-৪। ক্রিজে অধিনায়ক রোহিত শর্মা শূন্য রানে অপরাজিত এবং লোকেশ রাহুল ৩০ রানে ব্যাট করছিলেন।

অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথের দ্বিতীয় দিনের সেঞ্চুরিগুলো ম্যাচে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। এরপর দ্রুত চার উইকেট খুইয়ে দলটা আরও কোণঠাসাই হয়েছে দলটা। চতুর্থ দিনে আগামীকাল সকালে তাই দলটা নামবে ফলো অন এড়ানোর প্রাথমিক লক্ষ্য নিয়ে।

তবে ম্যাচটা ড্রয়ের দিকে এগোনোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না আদৌ। আগামী দুই দিনে বৃষ্টির পূর্বাভাস আছে বেশ। যার ফলে ম্যাচে আরও বাধা আসার সম্ভাবনা রয়েছে।

Related News