লিটন বললেন, এই সিরিজ জয় সবার সম্মিলিত চেষ্টার ফসল

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-18 11:46:07

তৃপ্ত হওয়ার অনেক উপকরণ ছিল বাংলাদেশের সামনে। এক ম্যাচ হাতে রেখেই ৬ বছর পর উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়, যা আবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দলের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি। 

দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এমন অর্জনের পরেও অধিনায়ক লিটন দাস তৃপ্ত নন আদৌ। তিনি যা বললেন, তার সারমর্ম হচ্ছে, এখনও একটা ম্যাচ বাকি; ছন্দ ধরে রাখার তাগিদই দিলেন ম্যাচ শেষে।

প্রাথমিকভাবে এই সিরিজ জয় আনন্দ দিয়েছে দলকে, গোটা দেশকেও বৈকি! সে কারণেই আনন্দিত লিটন। বললেন, ‘আমি খুবই খুশি। শুধু আমি নই, বাংলাদেশের সব মানুষই খুশি। এরকম একটি জয়ের আশায় ছিলাম আমরা।’ 

তবে এই সিরিজ জয়টা অত সহজে আসেনি। প্রথম ম্যাচের চেয়ে অনেক কম ছিল পুঁজিটা। ধুঁকতে ধুঁকতে শামীম পাটোয়ারীর ব্যাটে চড়ে ১২৯ রানের পুঁজি পায় দল। 

এই পুঁজিও যে জয়ের জন্য যথেষ্ট হতে পারে, সেটা বাংলাদেশ ইনিংস শেষেই মনে হচ্ছিল লিটনের। তিনি বলেন, ‘প্রথম বলটি যখন খেলেছি, তখনই বুঝেছিলাম যে, এই উইকেটে ব্যাট করা কঠিন।’ এরপর শামীম পাটোয়ারীকে তার ৩৫ রানের ইনিংসের জন্য ধন্যবাদ দিতেও ভোলেননি লিটন, ‘শামীমকে ধন্যবাদ, সে খুবই ভালো ব্যাট করেছে।’

এরপর গল্পটা বোলারদের। তাদের দারুণ কীর্তিতেই তো ম্যাচটা জেতে বাংলাদেশ। তিনি বলেন, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হবে। আমরা যখনই উইকেট নেই… আক্রমণে যে-ই আসুক, উইকেট এনে দিয়েছে। সবটুকুই দলীয় প্রচেষ্টার ফসল।’

এরপরই দলে তিনি মনে করিয়ে দিলেন শেষ ম্যাচের কথা। বললেন, ‘আমরা এখন ভালো ছন্দে আছি। পরের ম্যাচে আবার মাঠে নেমে ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের।’

Related News