সৌম্যকে নিয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সিরিজ জয়ের দিনে দুঃসংবাদই পেল বাংলাদেশ। ওপেনার সৌম্য সরকার চোট নিয়ে চলে গেছেন মাঠের বাইরে। চলতি সিরিজে আর তিনি খেলতে পারবেন না।

সৌম্য আজ ব্যাট হাতে করেছিলেন ১৮ বলে ১১ রান। তবে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের সপ্তম ওভারে ক্যাচ নিতে গিয়ে বিপত্তিটা বাধে তার। ডান হাতের তর্জনিতে চোট পান তিনি। যার পর আর ম্যাচে তাকে দেখা যায়নি।

বিজ্ঞাপন

এরপর ম্যাচ শেষে এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অন্তত ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি। ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘সৌম্য ফিল্ডিংয়ের সময় তার ডান হাতের তর্জনিতে চোট পেয়েছেন। যার ফলে তার পাঁচটা সেলাই লেগেছে। ম্যাচের পর এক্স রে করানো হয়েছে তার, সেখানে দেখা গেছে চোটের জায়গার জোড়াও খানিকটা নড়ে গেছে। যার ফলে তার সেরে উঠতে অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় প্রয়োজন।’

এই চোটের ফলে চলতি সিরিজে বাংলাদেশ আর তাকে পাচ্ছে না। সিরিজটা অবশ্য ইতোমধ্যেই জিতে গেছে সফরকারীরা। আগামী শুক্রবার সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল।

বিজ্ঞাপন

ব্যাট হাতে দারুণ সময় পার করছেন সৌম্য সরকার। ৪৩ রান করেছিলেন সিরিজের প্রথম ম্যাচে। এর আগে ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে রান পেয়েছিলেন তিনি।

বাংলাদেশের চেয়েও সৌম্য সরকারের এই চোট শঙ্কা দেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া এই লিগের শুরুর অংশে তাকে পাবে না বরিশাল।