সিডনি টেস্টে রোহিত শর্মা খেলবেন না, এ নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত একাদশ ঘোষণার পর দেখা যায়, গুঞ্জনটি সত্যি। নিয়মিত অধিনায়কের দলে না থাকার কারণ ব্যাখ্যা করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।
গত কয়েক দিনে ভারতের ড্রেসিংরুমে দ্বন্দ্বের খবরও উঠে এসেছে। কোচ গৌতম গম্ভীরকে নিয়ে অভিযোগ এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্কের শীতলতার কথাও শোনা গেছে। তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বুমরাহ।
টসের সময় বুমরাহ বলেন, ‘আমাদের দলের একতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু আমাদের ক্যাপ্টেন নিজেই দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটাই প্রমাণ করে আমাদের দলে কতটা একতা রয়েছে। আমাদের দলের কেউ নিজের জন্য খেলে না। দলের জন্য যেটা ভালো হবে, সেই সিদ্ধান্তটাই নেওয়া হয়।’
রোহিতের না খেলার কারণ নিয়ে সরাসরি কিছু বলেননি বুমরাহ। তবে ধারণা করা হচ্ছে তার অফফর্ম এর কারণ। অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্ট মিলিয়ে রোহিত করেছেন মাত্র ৩১ রান।
ধারাভাষ্যকার রবি শাস্ত্রী এই সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অধিনায়ক নিজেই বলেছেন, শুবমান খেললে দল বেশি শক্তিশালী হবে। এটা তখনই হয় যখন একজন মানসিকভাবে খেলার মতো জায়গায় থাকে না। রান থাকে না ব্যাটে। তবে অধিনায়ক হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। রোহিত সেটাই করেছে। একজন অধিনায়ক যখন বলে, আমি বসতে রাজি, তখন সেটা খুব বড় ব্যাপার।’