ফের জয়ের ছন্দে ফিরল তামিমের বরিশাল

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

এবারের বিপিএল দুর্দান্ত এক জয়ে শুরু করেছিল ফরচুন বরিশাল। কিন্তু দুর্বার রাজশাহীর বিপক্ষে সেই জয়ের পরই পথ হারা দলটি। পরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হার মানে তামিম ইকবালের দল। কিন্তু আজ ফের রাজশাহীকে সামনে পেয়ে দাপট বরিশালের। তামিম ব্যাটে ঝড় তুললেন। অধিনায়কের দুর্দান্ত ফিফটিতে ছন্দে বরিশাল। তুলে নিল ৭ উইকেটের অনায়াস জয়।

আজ সোমবার সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন এনামুল হক বিজয়। জবাবে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৭.৩ ওভারে জয় তুলে নেয় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৮৬ রান করেন তামিম। খেলেন মাত্র ৪৮ বল। মুশফিকুর রহিম করেন ২৪ বলে ৩৪ রান।

বিজ্ঞাপন

এর আগে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে দুর্বার রাজশাহী। পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৬০ রান তুলে বড় স্কোরের সম্ভাবনা দেখিয়েছিল তারা। তবে শেষ ৫ ওভারে মাত্র ৩৫ রান করায় ২০ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬৮।

রাজশাহী প্রথম উইকেটের পতন ঘটে ৩০ রানে। ১৬ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মোহাম্মাদ হারিস। আগের ম্যাচে একাদশে জায়গা না পাওয়া জিসান আলমও ভালো শুরু পান। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে ৩ চার এবং ৩ ছক্কায় আসে ২৭ বলে ৩৮ রান।

বিজ্ঞাপন

রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অধিনায়ক এনামুল হক বিজয়। যদিও মাত্র ৩৯ রান করতেই বিজয় খেলেন ৩৫ বল। ইয়াসির আলী রাব্বিও খেলেন ১৬০ স্ট্রাইক রেটে ২৩ বলে ৩৭ রানের ইনিংস। বরিশালের হয়ে বোলিংয়ে শাহীন শাহ আফ্রিদি ছিলেন সবার থেকে এগিয়ে। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। এছাড়া তানভীর ইসলাম ও ফাহিম আশরাফ নেন ১টি করে উইকেট।

এখন অব্দি ৩ ম্যাচের দুটিতে জয় পেয়েছে বরিশাল। চার ম্যাচ খেলা রাজশাহী মাত্র একটি ম্যাচে জিতেছে।