অনেক জল্পনা কল্পনার পর ঘোষিত হলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের স্কোয়াড। তামিম ইকবাল আর সাকিব আল হাসান নেই, এটা আগেই নিশ্চিত ছিল। শুধু তাদের না থাকা নয়, বাংলাদেশ একাদশে আছে একাধিক চমকও।
বোলিং অ্যাকশন নিষেধাজ্ঞা এবং ব্যক্তিগত পরিস্থিতির কারণে সাকিব আল হাসানকে রাখা হয়নি। ধারাবাহিক অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়লেন লিটন দাসও। তার জায়গায় পারভেজ হোসেন ইমনকে দলে টেনেছে বিসিবি। তিনি অবশ্য কোনো ওয়ানডে খেলেননি বাংলাদেশের হয়ে।
এই স্কোয়াড থেকে লিটনের পাশাপাশি বাদ পড়েছেন শরিফুল ইসলামও। মুশফিকুর রহিমের ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পেলেও ফর্মহীনতার কারণে লিটন দাস তার জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। একইভাবে ধারাবাহিক পারফর্ম না করায় পেসার শরিফুল ইসলামের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হচ্ছে না।
বাংলাদেশের স্কোয়াড–
তানজীদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, শেখ মাহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
বাদ: লিটন কুমার দাস, আফিফ হোসেন, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।
দলে ফিরলেন: নাজমুল হেসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান।