এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরুটা জয় দিয়ে করেছিলো রংপুর রাইডার্স। জয়ের ধারাবাহিকতা বজায় রেখে এবার টানা ৮ ম্যাচে জয় তুলে নেয়া অপরাজিত থেকে সবার আগে প্লে-অফের বন্দরে পৌছে গেলো উত্তরবঙ্গের দলটি।
বিপিএলে নুরুল হাসান সোহানদের জয়ধারা শুরু হয় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে। যেখানে তাদের ঘরের মাঠে স্বাগতিকদের ৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে শুরুতেই নিজেদের সামর্থ্যের জানান দেয় তারা। পরের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারায় ৩৯ রানে। পরের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ৩০ বল আর ৮ উইকেট হাতে রেখে দাপুটে এক জয়ে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে রংপুর। পরে ফিরতি ম্যাচে আবারো সিলেট, ঢাকা ও বরিশালকে হারায় রংপুর।
জয়ের ধারাবাহিকতায় খুলনা টাইগার্সের সঙ্গে প্রথম দেখায় বেশ জমজমাট লড়াই হয়েছে রংপুরের। তবে শেষ হাসিটা তাদেরই ছিল। শেষ পর্যন্ত ৮ রানের জয় পায় দলটি। আর চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে চিটাগাং কিংসকে ৩৩ রানে হারিয়ে অপরাজিত থেকে প্লে অফ নিশ্চিত করেছে সোহানরা।
আট ম্যাচের সবটিতে জয় তুলে নিয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে নিজেদের জায়গা শক্ত করেছে দলটি। তাদের সামনে আছে বাকি আছে আরও চার ম্যাচ। তবে সেই চার ম্যাচের সবগুলো হারলেও সমস্যা নেই তাদের।
টেবিলে দুইয়ে আছে বরিশাল। ৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট তুলেছে দলটি । সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে চট্টগ্রাম। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে দুর্বার রাজশাহী। এরপরে আছে যথাক্রমে খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স। নিজেদের আট ম্যাচে ১ জয় তুলে নিয়ে ২ পয়েন্ট নিয়ে সবার নিচে আছে চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের ঢাকা ক্যাপিটালস।