১৯ উইকেট পতনের দিনে ফিরে এলো বাংলাদেশ ম্যাচের স্মৃতি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাজিদ খান

সাজিদ খান

ঘরের মাঠে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৩০ রানে অল-আউট। টেস্ট ক্রিকেটে একে বড় স্কোর বলার সুযোগ নেই। তবে এত কম রানকেই বড় করে তুললেন পাকিস্তানের স্পিনাররা।

মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্ট সিরিজের প্রথমটির দ্বিতীয় দিনে আজ শনিবার ক্যারিবীয়দের বিপর্যয়ে ফেলেন দুই স্পিনার নোমান আলী ও সাজিদ খান। দুজন মিলে নিয়েছেন ৯ উইকেট। আর তাতেই ১৩৭ রানে অল-আউট ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে মাত্র ২৩০ রান করেও পাকিস্তানের লিড ৯৩ রানের। ১৯ উইকেট পতনের এই দিনে পাকিস্তান এগিয়ে থাকল।

বিজ্ঞাপন

পাকিস্তানের মাটিতে টেস্টে এক দিনে সর্বাধিক ১৯ উইকেট পতনের রেকর্ড হয়ে গেছে এদিন। এর আগে পাকিস্তানে একদিনে সবচেয়ে বেশি উইকেট পড়ার রেকর্ড হয়েছিল ২০০৩ সালে বাংলাদেশ ও পাকিস্তান মুলতান টেস্টে। সে টেস্টে একদিনে ১৮ উইকেট পড়েছিল। এই ম্যাচ ফিরিয়ে আনল বাংলাদেশ টেস্টের স্মৃতি!

তবে লিডটা আরও বড় হতে পারতো। ৬৬ রানে ৮ উইকেট হারিয়ে যখন ফলো অনে পড়ার সময় গুনছে ,ঠিক তখনই ত্রাণকর্তা হয়ে আবির্ভাব হন শেষ তিন ব্যাটার। ১০ নম্বরে ব্যাট করতে নামা জমেল ওয়ারিকানের অপরাজিত ৩১ ও ১১ নাম্বারে নামা জেডেন সিলসের ২২ রানে ভর করে ফলো অনের লজ্জা এড়িয়েছে অতিথিরা।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপের টপ অর্ডার গুড়িয়ে দিয়েছেন সাজিদ। নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে ১১ বলের ব্যবধানে টানা ৪ উইকেট তুলে নেন এই স্পিনার। সাজিদের স্পিন জাদু দেখে বসে থাকতে পারেননি আরেক স্পিনার নোমানও। এই বাঁহাতি স্পিনার তুলে নিয়েছেন টানা ৫ উইকেট। বাকি এক উইকেট নিয়েছেন আরেক স্পিনার আবরার আহমেদ।

৪ উইকেটে ১৮৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করার পর ২৩০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছে স্বাগতিকরা। ১০৯ রান করতে হারিয়েছে মাত্র ৩ উইকেট। দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের লিড এখন ২০২ রানের।