পাশে দাঁড়ালেন নেটিজেনরা, মন ছুঁয়ে গেল লিটনের

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিটন কুমার দাস

লিটন কুমার দাস

সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি। নিজ দেশের মানুষের থেকে কাছ থেকে শুনেছেন দুয়োধ্বনি। আর সেদিকে উদাসভাবে তাকিয়ে কিছু একটা হয়তো ভাবছিলেন লিটন। লিটনের সেই উদাস চাহনিই বলে দেয়, এটা শোনার পর কতটা কষ্ট চেপে রেখে সয়ে গেছেন নির্বাক হয়ে।

চলতি বিপিএলে গেল বৃহস্পতিবারের ঘটনা এটি। ক্যামেরার ঝাপসা ফুটেজে লিটনের ছলছল চোখ হয়তো দেখা যায়নি, তবে লিটনের ব্যথা ছুঁয়ে গেছে হাজারও ক্রিকেট প্রেমিদের মনকেও। আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। লিটন সহানুভুতিও পাচ্ছেন সকলের থেকে।

বিজ্ঞাপন

ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের খেলা চলাকালে মাঠের বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন লিটন দাস। তখন পেছনে থাকা গ্যালারিতে সমর্থকদের একটি অংশ সমস্বরে তাকে ‘ভুয়া-ভুয়া’ দুয়োধ্বনি দিচ্ছিলেন। দুয়োধ্বনি শুনে লিটন নির্বাক হয়ে অপলক তাকিয়ে ছিলেন পেছনে ফিরে।

এরপরেই নেটিজেনদের বড় একটি অংশ লিটনের পাশে দাঁড়িয়েছে। সে দলে আছে লিটনের দল ঢাকা ক্যাপিটালসও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি লিটনের বীরত্বগাঁথাকে স্বরণ করিয়ে দিয়েছে দেশের মানুষকে। ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘আপনি সমালোচনা দেখেন, আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন, আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন, আপনি আমাদের ভালবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’

বিজ্ঞাপন

এরপর লিটন নিজেও সেই পোস্ট শেয়ার দিয়ে লিখেছেন নিজের অনুভূতি। নিজের ফেসবুক ওয়ালে লিটন লিখেছেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালসের এমন অসাধারণ আচরণ সত্যিই আমার মন ছুঁয়ে গেছে। যারা আমাকে এবং সব খেলোয়াড়দের প্রতিটি চড়াই-উৎরাইয়ে সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের বিশ্বাসটাই আমাদের কাছে অনেক বড়কিছু।’

চলতি বিপিএলের শুরুটা ভালো করতে পারেননি লিটন। তবে তারপরে ৭৩ ও অপরাজিত ১২৫ রানের ইনিংসে স্বরূপে ফেরার বার্তা দিয়েছেন তিনি। ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪২.১৬ গড় এবং ১৫৫.২১ স্ট্রাইকরেটে ২৫৩ রান করেছেন। তবে তার দল ৮ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটিতে। পয়েন্ট টেবিলে ঢাকার অবস্থান একেবারে তলানিতে।