মোহামেডানের সঙ্গে ব্যবধান কমালো আবাহনী

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-01-18 18:49:05

শুরুটা সাধারণভাবে করলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারিয়ে টেবিলে শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে ব্যবধান কমিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। দলের হয়ে ‘ডেডলক’ খ্যাত গোলটি করেন শাকিল হোসেন।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আজ শনিবার রহমতগঞ্জকে ১-০ গোলে হারায় আবাহনী। তাতে ৮ ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্রথম পর্ব শেষ করলো আকাশি-নীল জার্সিধারীরা। তালিকার শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে মারুফুল হকের দল পিছিয়ে আছে ৫ পয়েন্টে।

ম্যাচের দশম মিনিটে আবাহনীর রক্ষণের ভুলে একটা সুযোগ আসে রহমতগঞ্জের সামনে। বক্সের ভেতর থেকে মোহাম্মদ হৃদয় ব্যাক পাস বাড়ান গোলরক্ষকের উদ্দেশে, কিন্তু বলে গতি ছিল না। এরপরই স্যামুয়েল বোয়াটেং ও তাজউদ্দিন ছুটে গিয়ে বলের নাগাল পাওয়ার আগেই অবশ্য ক্লিয়ার করেন আবাহনী গোলকিপার মাহফুজ হাসান প্রীতম।

৩৫তম মিনিটে তাজ উদ্দিনের আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে ব্যাকহিল ফ্লিক করতে চেয়েছিলেন বোয়াটেং। কিন্তু বলের সঙ্গে সংযোগ করতে না পেরে সুয়োগ মিস করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের ৬৮ তম মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় আবাহনী। ডান দিক থেকে আসা আসাদুজ্জামান বাবলুর ক্রস ক্লিয়ার করতে পারেননি রহমতগঞ্জের ডিফেন্ডাররা। তাতে কয়েক পা ঘুরে বল চলে যায় বক্সে অরক্ষিত শাকিলের কাছে; তার শট ঝাঁপিয়েও আটকাতে পারেননি মামুন আলিফ।

এরপর কয়েকটা সুযোগ পেলেও কাজে লাগিয়ে ব্যবধান বাড়াতে পারেনি আবাহনী। যোগ করা সময়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় ম্যাচে। কর্নারের সময় বক্সে অবস্থান করা নিয়ে দুই পক্ষের মধ্যে আচমকাই শুরু হয় ধাক্কাধাক্কি, হাতাহাতি। তবে শেষপর্যন্ত রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Related News