বরিশাল-চিটাগং লড়াই, স্টেডিয়ামে দর্শকের উপচেপড়া ভিড়

, খেলা

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-19 16:37:22

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টায় শুরু হয়েছে বিপিএলের ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের হাইভোল্টেজ ম্যাচ। স্টেডিয়ামের প্রতিটি গ্যালারি দর্শকে ঠাসা। চিটাগং কিংসের সমর্থকদের জন্য এই ম্যাচ এক উৎসবমুখর দিন হয়ে উঠেছে।

ম্যাচের সর্বশেষ আপডেট অনুযায়ী, প্রথমে ব্যাট করতে নেমে চিটাগং কিংস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে। বিরতির পর ১২২ রানের লক্ষ্যে মাঠে নামবে বরিশালের তামিম ইকবালের দল।

দর্শকদের মধ্যে উত্তেজনার কমতি নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত হোসেন বলেন, নিজ শহরে এমন জমজমাট ম্যাচ দেখতে পারা দারুণ অভিজ্ঞতা। পুরো গ্যালারি মুখরিত চিটাগং কিংসের সমর্থনে। এমন পরিবেশে থাকা অসাধারণ।

চট্টগ্রাম নগরীর বাসিন্দা ও চাকরিজীবী আফসানা জাহান পরিবারের সঙ্গে খেলা দেখতে এসেছেন। তিনি বলেন, স্টেডিয়ামের পরিবেশ দারুণ। এত মানুষ একসঙ্গে খেলা উপভোগ করছে, এটা সত্যিই আনন্দের। এই ধরনের ম্যাচ নিয়মিত হওয়া উচিত।

বরিশালের সমর্থকদের চিৎকারও নজর কেড়েছে। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বরিশালের বাসিন্দা নাঈমুর রহমান বলেন, বরিশাল বোলাররা দুর্দান্ত করেছে। আশা করছি, ম্যাচ আমরা জিতব।

মাঠে যেমন দুই দলের খেলা নিয়ে প্রতিযোগিতা চলছে, গ্যালারিতেও সমর্থকদের উৎসাহের লড়াই দারুণ উপভোগ্য। কেউ বরিশালের পতাকা উড়াচ্ছেন, আবার কেউ কিংসের জার্সি পরে চিৎকারে মেতে আছেন। বাঁশি আর তুমুল করতালিতে স্টেডিয়াম পরিণত হয়েছে এক মহোৎসবে।

বরিশালের বোলাররা শুরু থেকেই কিংসের ব্যাটিং লাইনআপকে চাপে রেখেছিলেন। তবে কিংসের স্থানীয় তারকা খেলোয়াড়দের খেলা দেখতে দর্শকদের ভিড় ছিল উল্লেখযোগ্য।

ম্যাচের উত্তেজনা ক্রমেই বাড়ছে। এখন দেখার অপেক্ষা বরিশালের ব্যাটিং লাইনআপ ১২২ রানের লক্ষ্যে কীভাবে লড়াই করে।

Related News