রানে ফিরতে ঘরোয়া ক্রিকেটে জাদেজা

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রবীন্দ্র জাদেজা

রবীন্দ্র জাদেজা

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত শুক্রবার নির্দেশনা দেয় দেশের আর্ন্তজাতিক খেলোয়াড়দেরকে ঘরোয়া ট্রফিতে মনোযোগ দিতে হবে। আর এ সিদ্ধান্তের পরপরই আজ রোববার রঞ্জিতে ফেরা নিশ্চিত করেছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এর আগে শনিবার রঞ্জিতে খেলবেন বলে ঘোষণা দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

আগামী ২৩ জানুয়ারি রাজকোটের নির্জন শাহ স্টেডিয়ামের পাশে গ্রাউন্ড সি’তে দিল্লির মুখোমুখি হবে জাদেজার রাজ্য সৌরাষ্ট্র। আর সেখানে রাজ্যের হয়ে মাঠে নামবেন তিনি। ইতিমধ্যে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন এই অলরাউন্ডার।

ভারতীয় গণমাধ্যমের ভাষ্যমতে জাদেজা দলের কাছে আজ তার উপস্থিতি নিশ্চিত করবেন। তবে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসসিএ) কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি যে তিনি খেলবেন কি না । সর্বশেষ ২০২৩ সালের জানুয়ারিতে রঞ্জিতে মাঠে নেমেছিলেন জাদেজা। সেবার তিনি তামিলনাড়ুর বিপক্ষে রাজ্যকে নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

এর আগে গতকাল শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণাকালে রোহিত শর্মা ঘোষণা করেছেন যে রঞ্জিতে তিনি মুম্বাইয়ের হয়ে পরবর্তী ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে খেলবেন। রঞ্জির দ্বিতীয় পর্বে রিশাভ পন্ত, শুভমন গিল এবং যশস্বী জয়সওয়ালরা থাকবেন বলে নিশ্চিত হওয়ো গেছে।

এছাড়াও লোকেশ রাহুল ৩০ জানুয়ারি বেঙ্গালুরুতে হরিয়ানার বিপক্ষে কর্ণাটকের শেষ ম্যাচে অংশ নিতে পারেন।

বিজ্ঞাপন