স্পিনারদের ২০ উইকেটে হেসে-খেলে জয় পাকিস্তানের
সাজিদ খান, নোমান আলি ও আবরার আহমেদের ঘুর্ণিতে মুলতান টেস্ট জিততে খুব একটা কষ্ট হয়নি পাকিস্তানের। দুই ইনিংস মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের ২০ উইকেটের সবগুলোই নিয়েছেন এই তিন স্পিনার। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ১২৭ রানে জিতে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা।
জয়ের জন্য আজ রোববার মুলতান টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ২৫১ রানের। প্রথম ইনিংসে মাত্র ১৩৭ রানে অলআউট হওয়া ওয়েস্ট ইন্ডিজের কাছে এই রান টপকানো যে সহজ হবেনা তা আগে থেকেই ধারণা করা হচ্ছিলো। হলো ও তাই!
দলীয় ১৬ রানের মাথায় সাজিদ খানের প্রথম শিকার হয়ে ১২ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েথ। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে ছিলেন আলিক আথানাজে।সাজিদের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৫৫ রান।
ওয়েস্ট ইন্ডিজের চারজন ব্যাটারই রানের খাতা খুলতে পারেননি। আর এতে ক্যারিবীয়রা গুটিয়ে গেছে মাত্র ১২৩ রানে।প্রথম ইনিংসে দলকে ফলো অনের হাত থেকে বাঁচানো শেষ তিন ক্যারিবিয়ান ব্যাটারের তিনজনই আউট হয়েছেন শূন্য রানে। আর তাতেই পাঁচ দিনের টেস্ট শেষ হয়ে গেছে আড়াই দিনে।এই টেস্টে মোট খেলা হয়েছে ১৭৭.২ ওভার। যা পাকিস্তানের মাটিতে সবচেয়ে সংক্ষিপ্ত টেস্ট ম্যাচের রেকর্ড।
আজ রোববার ৩ উইকেটে ১০৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের ঘূর্ণিতে দিশেহারা হয়ে মাত্র ৪৮ রান তুলতেই বাকি ৭ উইকেট হারায় স্বাগতিকরা।
পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছেন সাজিদ।আবরার আহমেদ নিয়েছেন ৪ উইকেট। আর আগের দিনের ৫ উইকেট নেওয়া নোমান আলী এদিন নিয়েছেন ১ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে ম্যাচসেরা হন সাজিদ খান।