মাত্র ৯১ রান নিয়েও বাংলাদেশ দল এমন লড়াই করবে কে জানতো? কিন্তু এটাও তো ঠিক, লো স্কোরিং ম্যাচ অনেক সময়ই ছড়িয়ে দেয় উত্তেজনা! এই রান নিয়েই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে প্রায় হারিয়েই দিচ্ছিল বাংলাদেশের মেয়েরা। শেষ অব্দি সমীকরণ মিলল না।
আজ সোমবার আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ২ উইকেটে হাল অজি মেয়েদের কাছে। সমীকরণ এমন ছিল-শেষ ওভারে অস্ট্রেলিয়ার জিততে চাই ১ রান। বাংলাদেশের ২ উইকেট। সেখান থেকে অবশ্য ম্যাচ বের করা কঠিনই। লেগবাই থেকে ওভারের দ্বিতীয় বলেই জয়সূচক রান তুলে অস্ট্রেলিয়া। ৪ বল বাকি থাকতেই হার মানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট তুলে ৯ উইকেটে ৯২। জবাবে নেমে অস্ট্রেলিয়া ৮ উইকেট হারিয়ে ও ৪৯.২ ওভারে পা রাখে জয়ের বন্দরে।
টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে যা একটু লড়েন সাতে নামা আফিয়া আসিমা। রানআউট হওয়ার আগে করেন ৩৪ বলে ২৯ রান। সুমাইয়া আক্তার ১৩ বলে ১৩ রান তুলে ফেরেন।
বাংলাদেশের হয়ে ৩ উইকেট তুলেন জান্নাতুল মাওয়া। নিশিতা আক্তার, হাবিবা ইসলাম এবং আনিসা আক্তার নেন একটি করে উইকেট।
স্কটল্যান্ডের বিপক্ষে বুধবার ‘ডি’ গ্রুপে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ। প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়ে আজ হারল দেখল মেয়েরা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ৯১/৯ (আফিয়া ২৯, সুমাইয়া ১৩; উইলিয়ামসন ২/১২, ব্রে ২/১৮)।
অস্ট্রেলিয়া: ১৯.২ ওভারে ৯২/৮ (হ্যামিল্টন ৩০, পেলে ১৬; মাওয়া ৩/১৫, হাবিবা ১/১২, সোবা ১/১৮)।
ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।