২০০৪ সালে তখনকার অর্থমন্ত্রী অরুণ জেটলির বাড়িতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারতের সাবেক হার্ডহিটার ব্যাটার বীরেন্দ্রর শেবাগ ও আরতি আহলাওয়াত। মাঝে কেটে গেছে ২০ বছরেরও বেশি সময়। সামাজিক যোগাযোগ মাধ্যম ভারতের অন্য দম্পতির মত আলোচনাও হয়নি তাদের নিয়ে কখনও। তবে অবশেষে আলোচনায় এসেছেন তারা। তবে আলোচনাটা এই দম্পতির বিচ্ছেদ নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস শেবাগ এবং তার স্ত্রীর বিচ্ছেদের খবরটি প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, শেবাগ সাম্প্রতিক সময়ে তার স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারছিলেন না।
অনেকদিন থেকেই তাদের সম্পর্ক ভালো যাচ্ছেনা। ইন্সটাগ্রাম থেকে একে অপরকে আনফলো করায় গুঞ্জন আরও বেশি সত্য হওয়ার ইঙ্গিত দিয়েছে। তাদের পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কয়েক মাস ধরেই শেবাগ ও আরতি আলাদা বসবাস করছেন।
শেবাগ-আরতি দম্পতির ঘরে দুই সন্তান। গত দীপাবলী অনুষ্ঠানে ভারতীয় এ ক্রিকেট আইকন সামাজিক মাধ্যমে তার দুই ছেলে ও মায়ের ছবি প্রকাশ করলেও স্ত্রী আরতির সঙ্গে কোনো ছবি প্রকাশ করেন নি।
শেবাগ কিংবা আরতির কেউই অবশ্য বিবাহ বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি।তবে এই দম্পতি সবসময় ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে চলায় শেবাগের ভক্তদের মাঝে গুঞ্জন আরও বেড়েছে।
ভারতের হয়ে ১০৪ টেস্ট, ২৫১ ওয়ানডে ও ১৯ টি–টোয়েন্টি খেলা শেবাগ ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন।