৮ জয়ে উড়তে থাকা মোহামেডানকে মাটিতে নামাল ফকিরেরপুল
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফুটবলের চলতি আসরের প্রথম লেগে টানা ৮ জয়ে উড়তে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে মাটিতে নামাল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। আজ শুক্রবার প্রথম লেগের শেষ ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করার বড় খেসারত দিতে হলো আলফাজ আহমেদের দলকে।
টেবিলের নিচের দিকের ক্লাবের কাছে ০-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাদা-কালো জার্সিধারীরা।
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ শুক্রবার শুরুতে খাপছাড়া থাকলেও সময় গড়ালে ম্যাচে ছন্দে ফিরে টেবিলে শীর্ষে থাকা মোহামেডান। তাতে প্রথমার্ধের শেষদিকে প্রতিপক্ষের গোলরক্ষেকের ভুলে একটি সুযোগ পেলেও সেটা কাজে লাগাতে পারেন নি তারা। অধিনায়ক সোলেমানে দিয়াবাতের সামনে আচমকা পাওয়ােএই সুযোগ লক্ষ্যভ্রষ্ট শটে নষ্ট করেন তিনি। সাজু আহমেদ ভুল শটে বল তুলে দিয়েছিলেন বক্সের ঠিক উপরে থাকা দিয়াবাতের পায়ে, তবে সেটিকে কাজে লাগাতে পারেন নি তিনি।
৬২ মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করেন মোহামেডানের মনসুর কুলদিয়াতি। ফকিরেরপুলের বক্স অরক্ষিত থাকলেও বুরকিনা ফাসোর এই ফরোয়ার্ড সেটি মিস করেন। অবম্য এর আগে ২৪তম মিনিটে ফকিরেরপুলেরও দারুণ একটি সুযোগ নষ্ট হয়। সামলাতে না ফেরে মোহামেডানের এক ডিফেন্ডার বল হারালে পেয়ে যান শান্ত হোসেন। তবে শেষপর্যন্ত লক্ষ্যভ্রষ্ট শটে সেই সুযোগকে কাজে লাগাতে পারেননি তিনি।
ম্যাচের ৬৫তম মিনিটে সবাইকে অবাক করে দিয়ে ফকিারেরপুলের ব্যবধান বাড়ান আকবির তুরায়েভের সঙ্গে বল পাস করে বক্সের বাইরে থেকে বুলেট গতিতে শট করেন উজবেকিস্তানের মিডফিল্ডার সারদোর জাহোনোভ। আর লাফিয়েও নাগাল পাননি মোহামেডান গোলরক্ষক সুজন। এরপর মরিয়া হয়ে ফকিরেরপুলের জালকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করলেও সব প্রচেষ্টা রুখে দেন ইয়ংমেন্সের নাইজেরিয়ান ডিফেন্ডার সেগুন টোপে ওডুডোয়া। তাতে হার নিয়ে মাঠ ছাড়তে হয় আলফাজ শিষ্যদের।
এ ম্যাচে হারলেও ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে মোহামেডান।