লিটনের সেই টেস্ট ইনিংস বর্ষসেরার তালিকায়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিটন কুমার দাস

লিটন কুমার দাস

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে জায়গা হয়নি। বিপিএলের শুরুটাও করেছিলেন বাজে ভাবে। দর্শকদের কাছ থেকে শুনেছেন দুয়োধ্বনি। সাদা বলে বাজে সময় কাটানো লিটন কুমার দাস লাল বলের ক্রিকেট টেস্টে ছিলেন চিরচেনা রূপেই। তার প্রতিদানও পেলেন অবশেষে। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে লিটনের এক ইনিংস।

২০২৪ সালের সেরা ৫ টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকইনফো। যেখানে ইংল্যান্ডের অলি পোপ, ভারতের ইয়াশভি জয়সাওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুকের পাশে জায়গা করে নিয়েছেন লিটনও।
পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সেই সিরিজে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে দল যখন অল-আউট হওয়ার সময় গুনছে,তখনই লিটন মেহেদি হাসান মিরাজের সঙ্গে গড়েন ১৬৫ রানের জুটি। শেষ পর্যন্ত ২২৮ বলে ১৩৮ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। বাংলাদেশ ম্যাচটি জেতে ৬ উইকেটে। লিটনের এই ১৩৮ রানের ইনিংসটি ই মনোনয়ন পেয়েছে ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায়।

বিজ্ঞাপন

এছাড়া পোপের হায়দরাবাদ টেস্টে ভারতের বিপক্ষে করা ১৯৬ রান, আর জয়সাওয়ালের ইংল্যান্ডের বিপক্ষে করা ২০৯ রান, মুলতান টেস্টে ব্রুকের করা ৩১৭ রান ও ভারতের বিপক্ষে অ্যাডিলেডে হেডের করা ১৩০ রানের ইনিংসটি আছে এই সংক্ষিপ্ত তালিকায়।